Home শীর্ষ সংবাদ দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষের জানমালের নিরাপত্তা নেই: এরশাদ

দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষের জানমালের নিরাপত্তা নেই: এরশাদ

286
0

স্টাফ রিপোর্টার: সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। ঘর থেকে বের হওয়া যায় না। পথে পথে চেকপোস্ট, মানুষের জানমালের নিরাপত্তা নেই। রোববার দুপুর আড়াইটার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অশোক কুমার ঘোষ, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, শরিফুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন, লোহাগড়া উপজেলা জাপা নেতা বদরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Previous articleসিলেটে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
Next articleসুনামগঞ্জে জামায়াত নেতা মুজাহিদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত