Home রাজনীতি দেশে গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম হয়েছে: কৃষিমন্ত্রী

দেশে গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম হয়েছে: কৃষিমন্ত্রী

704
0

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম হয়েছে। জনগণকে নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। শুক্রবার বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন টাঙ্গাইলের মধুপুর শাখার আয়োজনে সংগঠনের সদস্য সন্তানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্নস্থ প্রতিষ্ঠানের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরা, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি প্রমুখ।

Previous articleবাংলাদেশে এখন একদলীয় শাসন চলছে: মির্জা ফখরুল
Next articleঅঁরি-আগুয়েরোকে ছাড়িয়ে সালাহ