Home রাজনীতি দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আ.লীগের কাউন্সিলে যায়নি বিএনপি

দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আ.লীগের কাউন্সিলে যায়নি বিএনপি

915
0

ঢাকা: দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের রিজভী এ কথা বলেন।

রিজভী আরো বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রতিনিয়ত বিএনপি সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক।

রিজভী আহমেদ বলেন- গোটা ঢাকা শহর দখলে নিয়ে আওয়ামী লীগ যেভাবে কাউন্সিল করছে, তা কোনো রাজনৈতিক দলের কাউন্সিলের প্রচারণা হতে পারে না। যে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে কাউন্সিল হচ্ছে, তা জনগণের কাছে অনৈতিক প্রমাণিত হয়েছে।

Previous articleতৃণমূলের নেতা-কর্মীরা দলের প্রাণ: প্রধানমন্ত্রী
Next articleসভাপতি শেখ হাসিনা, সা. সম্পাদক ওবায়দুল কাদের