ঢাকা: মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী ভারত থেকে দেশে ফিরলেন। রাত ৮টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। এরপর রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। এর আগে গত ২৮শে সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়। এ ঘটনার পর সমালোচনার মুখে গত ১২ই অক্টোবর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করা হয়। দলের সভাপতিমন্ডলীর সদস্যের পদ থেকেও বহিষ্কৃত হন তিনি। গত ২৪শে অক্টোবর দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।