Home জাতীয় দেশে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হচ্ছে: মান্না

দেশে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হচ্ছে: মান্না

1033
0

Manna 01
ঢাকা: দেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল অধিকার ফিরে পাওয়া কিন্তু দেশে আজ মানুষের অধিকার নেই। ক্ষমতাসীনরা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরণের আইন প্রণয়ন করছে। কিন্তু তারা দেশের অন্য নাগরিকদের নিরাপত্তার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না। এর নাম মুক্তিযুদ্ধের চেতনা নয়।
তিনি আরো বলেন, আজকে স্বজনহারা যারা এসেছেন তারা কেউই জানেন না তাদের স্বজনরা কেমন আছেন বা কোথায় আছেন।

Previous articleচুক্তি বাস্তবায়ন না হলে বঞ্চিত মানুষ বসে থাকবে না: সন্তু লারমা
Next articleব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পন্ন