Home রাজনীতি দোয়া পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন সালাউদ্দিন কাদের ও মুজাহিদ

দোয়া পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন সালাউদ্দিন কাদের ও মুজাহিদ

268
0

নিউজ ডেস্ক: ফাঁসির মঞ্চে নেওয়ার সময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ কোনো বাধা দেননি। তাঁরা দোয়া পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন। চারজন করে আটজন জল্লাদ দুজনকে ধরে মঞ্চে ওঠান। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসি হওয়ার প্রায় দুই ঘণ্টা পর এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিসি) উপকমিশনার (ডিবি) শেখ নাজমুল আলম।

শেখ নাজমুল আলম বলেন, প্রধান জল্লাদ শাহজাহান একযোগে দুজনের ফাঁসি কার্যকর করেন। এ সময় উপস্থিত ছিলেন দুজন ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার ডিসি, একজন ইমাম, সিভিল সার্জন।

ফাঁসির মঞ্চে ওঠানোর আগে দুজনকে তওবা পড়ার কথা বলেন ইমাম মনির হোসেন। সাকা চৌধুরী তওবা পড়লেও মুজাহিদ বলেন, ‘তওবা পড়তে হবে না। আমি দোয়া পড়েছি। এর আগে যম টুপি পরিয়ে কারাগারের নিজ নিজ কক্ষ থেকে বের করা হয় দুজনকে।

Previous articleটস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম
Next articleজামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আন্তরিক: খাদ্যমন্ত্রী