Home আইন ধর্ম মানুষকে ন্যায়ের পথে আহ্বান জানায়: প্রধান বিচারপতি

ধর্ম মানুষকে ন্যায়ের পথে আহ্বান জানায়: প্রধান বিচারপতি

989
0

Muzammel Hosen 02
ঢাকা: সকল ধর্মই মানুষকে ন্যায়ের পথে আহ্বান জানায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার অডিটোরিয়ামে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর এ দেশের মানুষ প্রকৃতিগত দিক থেকেও অসাম্প্রদায়িক। তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে উন্নয়নশীল হলেও ধর্ম ও সহিঞ্চুতার দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের নিকট অনুসরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব পালন করবে সবাই। সকল ধর্মকে এক রকম গুরুত্ব দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে বাস্তবায়ন করার পক্ষেও মত প্রকাশ করেন তিনি। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ ছাড়াও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

Previous articleম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই: মাশরাফি
Next articleসরকারের চলতি মেয়াদেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে: অর্থমন্ত্রী