ঢাকা: এবার ভারতে ক্রমাগত ধর্ষণ বৃদ্ধির জন্য ইন্দো কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনকে দোষলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা অতুল কুমার অঞ্জন।
জানা গেছে, সম্প্রতি একটি কন্ডম সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সানি লিয়ন কিন্তু ওই একটা বিজ্ঞাপনের জন্যই ভারতে ধর্ষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন ওই বাম নেতা কারণ, তিনি মনে করেন সানির ওই কন্ডমের বিজ্ঞাপনটি তরুণ প্রজন্মকে ধর্ষণের দিকে উস্কে দিচ্ছে।
এ সম্পর্কে অতুল অঞ্জন বলেন, কন্ডম নিয়ে সানি লিওনের ওই কমার্শিয়াল বিজ্ঞাপনটি ভারতে ধর্ষণ বৃদ্ধির জন্য দায়ী ভারতের জনগণ যাতে সানির ওই কনডমের বিজ্ঞাপনটি না দেখে, সেজন্য জনসচেতনতাও তৈরি করছেন বলে জানা গেছে আর এরজন্য একটি ভিডিও বার্তাও ইউটিউবে প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টির ওই নেতা।