Home ঢাকা ধৈর্য ধরেন, মহান আল্লার দরবারে মোনাজাত করছি: মির্জা ফখরুল

ধৈর্য ধরেন, মহান আল্লার দরবারে মোনাজাত করছি: মির্জা ফখরুল

540
0

ঢাকাঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনে আহত হওয়া রোগীদের দেখতে ইউনাইটেড হসপিটালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় নেতৃবৃন্দ আহত লোকজনের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। তারা এঘটনায় ব্যথিত হয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

একবি বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন, তাদের পরিবার-পরিজন যেন এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করুন। আমি মহান আল্লার দরবারে মোনাজাত করছি।

তিনি বলেন, অগ্নিদগ্ধ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য চিকিৎসক ও দেশের মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

 

Previous articleদেশে গণমুখী প্রশাসন নেই: বি চৌধুরী
Next articleরাজবাড়ীতে কৃষককে গুলি করে হত্যা