Home বিভাগীয় সংবাদ নওগাঁয় পুলিশ-স্কুলছাত্র সংঘর্ষ

নওগাঁয় পুলিশ-স্কুলছাত্র সংঘর্ষ

458
0

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বাধীন নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চকমৈরাম মডেল হাইস্কুলের পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ফার্সিপাড়া গ্রামের টুকু রহমানের ছেলে।
জানা যায়, স্বাধীন সকালে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলের পাশে প্রধান সড়কে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন মারা যায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা উত্তেজিত হয়ে রাস্ত অবরোধ করে দুইটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

Previous articleবাংলাদেশের টাকা চুরির অ্যাকাউন্ট ভুয়া, দাবি ফিলিপাইনের ব্যবসায়ীর
Next articleআগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: আলী আহমদ