ঢাকা: ইতিহাস গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় অবদান রাখায় ‘নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার ২০১৪’ লাভ করেছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।
নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি