Home আঞ্চলিক নগরীর মহাজনপট্রি থেকে মাদক ব্যাবসায়ী আটক

নগরীর মহাজনপট্রি থেকে মাদক ব্যাবসায়ী আটক

392
0

সিলেট : সিলেট নগরীর মহাজনপট্রি এলাকা থেকে মাদক সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোতোয়লি থানা পুলিশের এস.আই মোহাম্মদ বুরহান উদ্দীন। আটককৃত মাদক ব্যাবসায়ী জৈন্তাপুর উপজেলার কদম খাল এলাকার মৃত হুসেন মিয়ার ছেলে মোঃ শাহিন আহমদ (২৫) ও জগন্নাথপুর উপজেলার আলাগদি গ্রামের মৃত মাওলানা মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হুসেন।

এস.আই মোহাম্মদ বুরহান উদ্দীন জানান, মহাজনপট্রি গলির মুখে বসে একটি তালার মধ্যে কাগজে মুরিয়ে গাজা এবং হেরইন বিক্রিকালে তারা গুপন তথ্যেও ভিত্তিতে সেখানে যান এবং স্থানিয় এলাকা বাসির সহযোগিতায় পরপর দুবার অভিযান চালিয়ে এই মাদক ব্যাবসায়ীদের আটক করেন তারা।

Previous articleশহীদুল্লাহ হলের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ: আহত ৩
Next articleজগন্নাথপুরে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন