Home জাতীয় নগর উন্নয়নে জবাবদিহি সহায়ক কাঠামো গড়ে তোলার আহ্বান টিআইবি’র

নগর উন্নয়নে জবাবদিহি সহায়ক কাঠামো গড়ে তোলার আহ্বান টিআইবি’র

971
0

নিজস্ব প্র‌তি‌বেদক : বাংলাদেশের নগর উন্নয়নে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে জবাবদিহি সহায়ক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার টিআইবির আয়োজনে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

নগর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা পরিমাপ এবং নগর উন্নয়নে প্রচলিত পদ্ধতিতে বিকেন্দ্রীকরণের প্রাতিষ্ঠানিক ধরন ও জবাবদিহিমূলক ব্যবস্থার অগ্রগতির মধ্যকার আন্ত:সম্পর্ক সনাক্ত করার লক্ষ্যে নগর উন্নয়ন শাসন পদ্ধতির উদ্দেশ্য, বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহকে বিবেচনায় নিয়ে এই গবেষণা করা হয়।

টিআইবি’র ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় ‘দুর্নীতি ও শাসনকার্যে উদ্ভাবনী গবেষণা ২০১৫-২০১৯’ শীর্ষক টিআইবি গবেষণা ফেলোশিপের আওতায় পরিচালিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও নগর উন্নয়নে জবাবদিহিতা: খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং যশোর পৌরসভার উপর একটি কেস স্টাডি’ শীর্ষক গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন-এর সহযোগী অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), খুলনা সিটি করপোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, যশোর পৌরসভা, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নগর উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বিশেষজ্ঞরা।

 

Previous articleজগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী খননের মাটি জব্দ
Next articleনির্বাচন পর্যন্ত আ.লীগের তৃণমূলে বহিষ্কার ও কমিটি বাতিল নয়