Home আঞ্চলিক নতুন কমিটি গঠনের দাবিতে সুনামগঞ্জে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

নতুন কমিটি গঠনের দাবিতে সুনামগঞ্জে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

447
0

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবিতে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে শুভেচ্ছা জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সজীব আহমদের নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সুনামগঞ্জ শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রমিজ বিপণীর কার্যালয়ে এসে মিলিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, জেলা ছাত্রলীগ নেতা জনি তালুকদার, রাহাত আহমদ, রুবেল আহমদ, ফয়সল আহমদ, ইছাক আহমদ, শফিকুল ইসলাম খান, আশরাফুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা সুমন আহমদ প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি

Previous articleইসরাইল বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র: জাতিসংঘ
Next articleজগন্নাথপুরের পাটলী ইউনিয়নে পুনর্নির্মিত রাস্তার মাটি কেটে ফেলায় এলাকায় উত্তেজনা