Home বিনোদন নতুন বছরে বানিজ্যিক বীথি !

নতুন বছরে বানিজ্যিক বীথি !

909
0

 

বিনোদন ডেস্ক: ছোট পর্দার প্রিয় মুখ বীথি রানী সরকার অভিনীত ও গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ছবি ”কারণ তোমায় ভালোবাসি” আসছে নতুন বছরের শুরুর দিকেই মুক্তি পেতে যাচ্ছে। বাণিজ্যিক ধারার এই ছবিটির কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল। এখন ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ প্রসঙ্গে বীথি বললেন, এই ছবিটিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। বাণিজ্যিক ধারার এই ছবিটিতে কাজ করে আমার ভালো লেগেছে। আশা করছি ছবিটি মুক্তি পেলে বাণিজ্যিক ঘরানার নায়িকা হিসেবেও দর্শকদের কাছ থেকে সাড়া পাবো আমি।  উল্লেখ্য, এই ছবিটি ছাড়াও বীথি সম্প্রতি রেজা গালিব পরিচালিত ”কলের পুতুল” ছবিটির কাজও শেষ করেছেন। জানা গেছে, এই ছবিটিও খুব শীগ্রই সেন্সরের জন্য জমা দেওয়া হবে।

Previous articleগুম হওয়া স্বজনদের সঙ্গে কাঁদলেন মির্জা ফখরুল
Next articleস্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: জয়