Home আন্তর্জাতিক নববধূর মুখ দেখামাত্র ডিভোর্স দিল বর!

নববধূর মুখ দেখামাত্র ডিভোর্স দিল বর!

494
0

groom
আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আনুষ্ঠানিকতা সব শেষ। এবার বিদায়ের আগে চলছে ফটোসেশন। এ কারণেই নববধূকে তার মুখের পর্দা সরাতে হলো। আর এতেই সব শেষ হয়ে গেল। বর তার নববধূকে দেখে সাথে সাথেই ডিভোর্স দিয়ে ফেলল। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনায়। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। কারণ প্রতিবেদনে নির্দিষ্ট এলাকা এবং বর-বধূর নাম উল্লেখ করা নেই। গত রোববার এ খবর প্রথম প্রকাশ করে সৌদি দৈনিক ওকাজ। এরপর এটি আরব আমিরাতের গালফ নিউজ এবং আমিরাত ২৪/৭ পত্রিকায় ইংরেজিতে প্রকাশিত হয়।
আমিরাত ২৪/৭ ডিভোর্সের ঘটনাটি এভাবে জানিয়েছে- ‍মুখ দেখেই বর নববধূকে বলে, সে দুঃখিত, কারণ যে মেয়েকে সে বিয়ে করেছে এই সেই মেয়ে নয়। বর জানায়, অভিভাবকদের পছন্দেই সে বিয়ের সিদ্ধান্ত নেয়। এর আগে কনেকে দেখার তার সুযোগ হয়নি।
ডিভোর্সের কথা শুনেই নববধূ কান্নায় ভেঙে পড়ে। আনন্দ উচ্ছলতায় ভরপুর বিয়েবাটিতে মুহূর্তে নেমে আসে শোকের কালো ছায়া। অবশ্য এই ঘটনাকে অনেকে নির্মম ও নিষ্ঠুরতা বলে বর্ণনা করেছেন।

Previous articleতারেকের জন্মদিন উপলক্ষে কেক কাটলেন খালেদা জিয়া
Next articleনাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন