হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল ৯.৩০ মিনিটে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌচেছে। নিহতরা হলেন, বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের যুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের আঁড়ার সঙ্গে তাদের ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে সকাল ৯.৩০ এ স্থানীয় গোফলার বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আব্দুর রহমান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন। এ প্রতিবেদন লেখার সময় পুলিশ ঘটনাস্থলে ছিল।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।