Home আইন নাইকো মামলায় আত্মসমর্পণের পর খালেদা জিয়ার জামিন

নাইকো মামলায় আত্মসমর্পণের পর খালেদা জিয়ার জামিন

416
0
ফাইল ছবি

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম সোমবার দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ’র মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ১১টার সময় গুলশান বাসা থেকে তিনি আদালতের উদ্দেশে রওনা হন।

এ দিকে খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ১৮ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপি নেত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

Previous article৩০ ডিসেম্বরই ভোট, প্রচার চালাতে পারবেনা এমপিরা
Next article‘সেতু আইনের চূড়ান্ত খসরা’ মন্ত্রিসভায় অনুমোদন