Home বিশেষ সংবাদ নাগরিকত্ব আইন একটি কালো আইন: ড. মঈন খান

নাগরিকত্ব আইন একটি কালো আইন: ড. মঈন খান

460
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, নাগরিকত্ব আইনের প্রতিটি পদে পদে কনফ্লিক্ট ও কনফিউশন রয়েছে। এই আইন সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এটি বাংলাদেশের নাগরিকদের কোনো উপকার করবে না। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই সব কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আইন মেনে নেয় কিন্তু কালাকানুন মেনে নেয় না। নাগরিকত্ব আইন তেমনি একটি কালো আইন।

‘নাগরিক অধিকার ও নাগরিকত্ব আইন’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ নামে একটি সংগঠন। সংগঠনের প্রধান ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

Previous articleসরকার প্রতিহিংসার রাজনীতি করে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে: ঢালী
Next articleআ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার