Home Uncategorized নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

453
0

Map Natur 01
নাটোর: নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবক লীগ আশরাফ আলীকে (৪০) খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কচুয়া-সুন্দরগাড়ার মাঠের একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আশরাফ লালপুর স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কচুয়া-সুন্দরগাড়ার মাঠের আখক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কি কারণে আশরাফকে খুন করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

Previous articleনববধূর মুখ দেখামাত্র ডিভোর্স দিল বর!
Next articleশেখ হাসিনাকে উপহার দেবেন মোদি