Home বিভাগীয় সংবাদ নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে র‌্যাব সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে র‌্যাব সদস্য গ্রেপ্তার

357
0

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে থেকে চার সহযোগীসহ হুমায়ুন কবির নামে এক র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হুমায়ুন র‌্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আজ দুপুরে র‌্যাবের ১১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। তার সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।
র‌্যাব-১১ জানিয়েছে, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়।
হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেয়ার কথা ছিল। ঘটনাটি জেনে র‌্যাব-১১ এর সদস্যরা সেখানে ওত পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে

Previous articleজগন্নাথপুর উপজেলার ৮ইউনিয়নের নির্বাচন ২৩ এপ্রিল
Next articleরামপাল প্রকল্পের কাজ বন্ধের দাবি সুন্দরবন রক্ষা কমিটির