Home বিশেষ সংবাদ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

449
0

ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, নারয়ণগঞ্জ গডফাদারদের এলাকা। সেখানে নির্বাচনের সময় মানুষ স্বস্তিবোধ করে না। তাই মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার জন্য নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, সরকার চায় না সুষ্ঠু নির্বাচন হোক। তার ওপর নারায়ণগঞ্জ হলো গডফাদারদের এলাকা। তাই সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সেনা মোতায়েন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনার সভা আয়োজন করে।

Previous articleআইয়ুবি মডেলের জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না সিপিবি
Next articleসাঁওতালপল্লিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে রুল