চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার ভুলটিয়া ময়না ভাঙ্গার মাঠের রাস্তার পাশে ঝিনাইদহ থেকে অপহৃত বিএনপি কর্মী রবিউল ইসলাম রবির (৫০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের ৩ দিন পর শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসের ছেলে। তিনি বিএনপি কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।