Home আঞ্চলিক নিখোঁজের একদিন পর লাশ মিললো ৩ ভাই-বোনের

নিখোঁজের একদিন পর লাশ মিললো ৩ ভাই-বোনের

751
0
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া: নিখোঁজ হওয়ার একদিন পর জেলার নাসিনগরের রতনপুরে তিন সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর একটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো-রাজা (৫), বাদশা (৪) ও সুলতানা (৭)। তাদের বাবার নাম শওকত আলী। তাদের মা লেবানন প্রবাসী। তারা সিলেটে বসবাস করতো।
স্বজনরা জানিয়েছে, শিশুটির বাবা শওকত আলী কয়েকদিন আগে তার তিন ছেলেকে নিয়ে জেলার নাসিরনগরে বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে গতকাল মঙ্গলবার নদীতে গোসল করতে গিয়ে ওই তিন শিশু নিখোঁজ হয়। এরপর তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর সকালে তাদের লাশ ভাসতে দেখে খবর দিলে স্বজনরা লাশ সনান্ত করে। নাসিরগগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleমৃত্যু পরোয়ানা শুনে স্বাভাবিক মাওলানা নিজামী, রিভিউ করবেন
Next articleঅর্থ চুরির ঘটনায় জড়িতদের আড়াল করছে সরকার: রিজভী