Home বিভাগীয় সংবাদ নিজামীর আইনজীবীকে ফিরিয়ে দিতে স্ত্রীর কান্না

নিজামীর আইনজীবীকে ফিরিয়ে দিতে স্ত্রীর কান্না

421
0

সিরাজগঞ্জ: নিজামীর আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী নাহিদ সুলতানা সুইটি। শুক্রবার বিকালে সিরাজগঞ্জের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সুইটি কাঁদতে কাঁদতে দাবি জানালেন, ‘আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন।’ সুইটির স্বামীর নাম অ্যাডভোকেট আসাদ উদ্দিন। তিনি জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার আইনজীবী। বৃহস্পতিবার ঢাকা থেকে বাসযোগে গ্রামের বাড়ি ফেরার সময় ডিবি পুলিশের পরিচয়ে আসাদকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশও তাকে আটকের খবর স্বীকার করছে না।

সুইটি লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস বাসযোগে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার নাইমুড়ী আসছিলেন। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে ৫/৭ জন ডিবি পরিচয় দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করে পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান সুইটি। সম্মেলনে উপস্থিত ছিলেন সুইটির ভাই মনিরুল ইসলাম মাসুদ, বোন শামীমা নাসরিন বিউটি, ছেলে সানিম উদ্দিন ও ভাবী রুপালী খাতুন।

Previous articleজগন্নাথপুরে ডিজিটাল ডেন্টাল সার্জারির উদ্বোধন
Next articleপবিত্র আশুরা আজ