Home বিশেষ সংবাদ নিজামীর ফাঁসির প্রস্তুতি শুরু: কারা কর্মকর্তাদের বৈঠক

নিজামীর ফাঁসির প্রস্তুতি শুরু: কারা কর্মকর্তাদের বৈঠক

474
0

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি নিয়ে কারা কর্মকর্তারা বৈঠক করেছেন বলে জানা গেছে। বৈঠকে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা। এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল।

সোমবার সন্ধ্যা ৭টায় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি কারাগারে পৌঁছানোর পর গতরাতেই মাওলানা নিজামীকে রায় পড়ে শোনানো হয়েছে। ফাঁসি কার্যকরের ক্ষেত্রে এখন মূলত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার একটি আনুষ্ঠানিকতা বাকি আছে।

Previous articleএকাদশ শ্রেণির ভর্তিতে ১০টি কলেজ পছন্দ করা যাবে: শিক্ষামন্ত্রী
Next articleনিজামীর মৃত্যুদণ্ড বাতিল করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ