Home আইন নিজামীর যুক্তি উপস্থাপন ৩০ নভেম্বর

নিজামীর যুক্তি উপস্থাপন ৩০ নভেম্বর

476
0

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন আসামিপক্ষ ও ৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ। ০৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ আপিল মামলার শুনানি।

এর আগে বুধবার সকাল থেকে আসামিপক্ষে শুনানি করছেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। ৬ষ্ঠ দিনের মতো শুনানি শেষে যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Previous articleসারাদেশে জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার
Next articleছাত্রী ধর্ষণে পরিমলের যাবজ্জীবন কারাদণ্ড