Home আঞ্চলিক নিজ দলের কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

নিজ দলের কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী খুন

671
0

সিলেট নগরীর মদিনা মার্কেটে সাব্বির আহমদ নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের অপর গ্রুপের কর্মীরা।মঙ্গলবার রাতে নগরীর মদিনা মার্কেট কাউন্সিলর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মী সাব্বির আহমদ নগরীর মজুমদারপাড়া ১২নং বাসার ওলিউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জের ধরে কোপানো হয় ছাত্রলীগ কর্মী সাব্বিরকে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

Previous articleশিশুদের অতিরিক্ত চাপ দেওয়া উচিৎ নয়: প্রধানমন্ত্রী
Next articleবেসরকারি বিশ্ববিদ্যালয় বিরাট সম্ভাবনার খাত: শিক্ষামন্ত্রী