Home জাতীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে: খন্দকার মোশাররফ

নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে: খন্দকার মোশাররফ

751
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে। নির্বাচনে না গেলে বিএনপি’র নিবন্ধন থাকবে না এমন বক্তব্য অত্যন্ত হালকা বক্তব্য উল্লেখ করে তিনি বলেছেন, বিএনপি’র নিবন্ধন না থাকলে কোন দলেরই নিবন্ধন থাকবে না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক দল নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। যদি নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দেয়া হয়, তাহলে তার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। বিএনপি একটি বৈধ গণতান্ত্রিক দল। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

Previous articleমুক্তিযুদ্ধ বিরোধীদের এখন নায়ক বানানো হচ্ছে: ড. হাছান মাহমুদ
Next articleএদেশের মানুষ জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী