Home জাতীয় নির্বাচনক গ্রহণযোগ্য করার লক্ষ্যেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: নৌমন্ত্রী

নির্বাচনক গ্রহণযোগ্য করার লক্ষ্যেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: নৌমন্ত্রী

443
0

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছে নির্বাচন কমিশন। এক সময় মানুষ সিলও মারতে পারতো না, সিল মারতে শিখেছে। তেমনি ইভিএম পদ্ধতি একবার চালু হলে মানুষ সেটার প্রতি আস্থা পাবে এবং সেটি সম্পর্কে বুঝতে পারবে। রোববার সকালে মাদারীপুর সার্কিট হাউসে জয় বাংলা উৎসের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের উপর ভিত্তি করে। কোনো চক্রান্ত করে আওয়ামী লীগ সরকার গঠন করে নি। বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তে বিশ্বাস করে, তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিল। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে বিএনপির বিরোধিতা কোনো প্রভাব ফেলবে না। ইভিএম কেনার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Previous articleবিভেদ নয়, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলি: মির্জা ফখরুল
Next articleসরকারের নির্দেশেই খালেদা জিয়া কারাগারে বন্দি আছেন: রিজভী