Home রাজনীতি নির্বাচন না করলে বিএনপি আর থাকবে না: অর্থমন্ত্রী

নির্বাচন না করলে বিএনপি আর থাকবে না: অর্থমন্ত্রী

472
0

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন দলের প্রয়োজনে আবারও সংসদ নির্বাচনে যাবেন তিনি। যদিও এর আগে আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন তিনি। সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় ফের নির্বাচন করার কথা জানান অর্থমন্ত্রী।

এসময় বিএনপির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন; তারা যতকিছুই বলেন না কেন- এবার নির্বাচন না করলে এ পার্টি আর থাকবে না।’

আপনি বলেছিলেন আর নির্বাচনে অংশ নেবেন না। তবে তো এলাকায় এবারের ঈদ অন্যরকম ছিল- জানতে চাইলে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, ‘এখনও সেই অবস্থানে আছি, তবে দলের প্রয়োজনে আমি নির্বাচনে যাব। আমি বলেছি, আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনে, অপজিশনে যদি এরশাদ সাহেব প্রার্থী হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অফকোর্স আই উইল কনটেস্ট।’

প্রার্থী হিসেবে আপনার বিপরীতে কাকে যোগ্য মনে করছেন- জনতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে এরশাদ বিশেষভাবে পপুলার, কারণ ওনার সময় সিলেটে অনেক কিছু হয়েছে। আই থিংক হি ইজ মোর পপুলার দেন বেগম জিয়া।’

Previous articleটার্গেট অক্টোবর প্রস্তুত হচ্ছে ইসি
Next articleকারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনজীবী মোহাম্মদ আলী