Home জাতীয় নিয়ম ভঙ্গকারী বিশ্ববিদ্যলয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

নিয়ম ভঙ্গকারী বিশ্ববিদ্যলয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

1057
0

ঢাকা: শিগগিরই আইন অমান্য ও নিয়ম ভঙ্গকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বারবার সতর্ক করার পরেও অধিক মুনাফা লাভের লক্ষ্যে আইন অমান্য করে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া এখন আর কোন বিকল্প নেই। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-ইউডা’র ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ হুশিয়ারী উচ্চারণ করে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট অধ্যাপক মুজিব খান, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ প্রমুখ।
মন্ত্রী বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে না। ফলে শিক্ষার মান যেমন বৃদ্ধি পাচ্ছে না, ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান কমে যাচ্ছে।

Previous articleকামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ কাল
Next articleঅ্যাটর্নি জেনারেলের বক্তব্য সংবিধান বিরোধী: জামায়াত