Home জাতীয় নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি: হানিফ

নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি: হানিফ

504
0
Hanif

সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, নুসরাতের হত্যাকারীদের কাউকে ছাড় দেয়া হবেনা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারী করছেন।

বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নয়, বিএনপির লক্ষ হচ্ছে- চিকিৎসা নিয়ে রাজনীতি করা। দেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপির দাবির প্রেক্ষিতে বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছে। মেডিকেল বোর্ড যদি মনে করে তার উন্নত চিকিৎসার প্রয়োজন সেক্ষেত্রে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ব্যক্তিগত, দলীয় নয় বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা থেকে বোঝা যায় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর মুসতানজিদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Previous articleজগন্নাথপুরে জায়গা দখল নিয়ে এলাকায় উত্তেজনা
Next articleপ্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা নেবেন না খালেদা জিয়া: মির্জা ফখরুল