Home রাজনীতি নেতা-কর্মীদের ভুয়া মামলায় গ্রেপ্তার করছে সরকার: বিএনপি

নেতা-কর্মীদের ভুয়া মামলায় গ্রেপ্তার করছে সরকার: বিএনপি

434
0

ঢাকা: বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার নেতা-কর্মীদের ‘বানোয়াট ও ভুয়া মামলায়’ গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা মাসুদ রানা লিটনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। সরকার বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার অপকৌশল হিসেবে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও ভুয়া মামলা দায়ের করে গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণ রাখার নিরন্তর কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, মানুষের মধ্যে ভীতি ছড়াতে সারাদেশে গুম, খুন, অপহরণসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কাল্পনিক মামলা দায়ের এবং তাদেরকে গ্রেপ্তার বর্তমান ক্ষমতাসীনদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। লিটনকে বানোয়াট মামলায় গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকারের অব্যাহত ফ্যসিবাদী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল অবিলম্বে মাসুদ রানা লিটনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানান।

Previous articleউপ নির্বাচনে সুরঞ্জিত স্ত্রী ড. জয়া কে দেখে জাতীয় পার্টি ও জাসদের পিছুটান
Next articleখালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর, পরবর্তী তারিখ ২৮ মার্চ