কাঠমান্ডু, নেপাল: নেপালের সেনাবাহিনীকে হেলিকপ্টার উপহার দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার বিকেলে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে ট্রমা সেন্টার উদ্বোধনকালে এটি প্রদান করা হবে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ট্রমা সেন্টার ভারতের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার এটি হস্তান্তর করা হবে। বিকেলে মোদির নেপালে পৌঁছার কথা রয়েছে।