Home শীর্ষ সংবাদ নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা

নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা

417
0

ঢাকা: বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন তার প্রতিষ্ঠিত এক কোম্পানির কর্মীরা। বুধবার ওই কর্মীদের আইনজীবী জানিয়েছেন, কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করায় রাজধানী ঢাকার শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে।
কর্মীরা বলছেন, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ টেলিফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেয়া হয়নি।
দারিদ্র বিমোচনে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সফলতা অর্জন করায় ২০০৬ সালে শান্তিতে নোবেল পান এই বাংলাদেশি। গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান ১০ কর্মী গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন।
বাদী পক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ বলেন, দুইদিনে ১০টি মামলা হয়েছে ইউনূসের বিরুদ্ধে। এর মধ্যে বুধবার ঢাকার শ্রম আদালতে ৭টি ও আগেরদিন তিনটি মামলা হয়। এ বিষয়ে জবাব দেয়ার জন্য বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেন। গ্রামীণ টেলিকমের কাছে ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া রয়েছে।
মামলার বিবাদীরা হলেন- গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

Previous articleসরকার দেশের দ্রুত উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী
Next articleমৌলবাদী দলগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী