Home বিভাগীয় সংবাদ নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

415
0

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবুল হোসেন। তিনি আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

Previous articleছাত্ররাজনীতির গৌরব ফিরিয়ে আনতে ডাকসু নির্বাচন অবশ্যই দরকার: রাষ্ট্রপতি
Next articleইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট সমর্থনযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী