নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মোর্শেদ আলম পারভেজ (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পারভেজ হাসানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং একই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।
বৃহস্পতিবার রাতে সোনাপুর ইউনিয়নের তিনতেড়ি নামক স্থানে পারভেজকে গুলি করে হত্যার পর সড়কের পাশে তার লাশ রাখে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।