Home আঞ্চলিক নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে

নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে

413
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেছেন, নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এ জন্য যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবে কোন নেতাকর্মী নৌকার বিপক্ষে অবস্থান নিলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের নৌকা প্রতীকের সমর্থনে স্থানীয় কলকলিয়া বাজারে গণসংযোগ শেষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজিব রঞ্জন দাস, সিলেট জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ মাসুম আহমদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, অ্যাডভোকেট রওনক, সিতেশ তালুকদার মঞ্জু, নুরুল ইসলাম বজলু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous articleবুথ থেকে অবৈধ ভাবে টাকা তোলার সময় চীনা নাগরিক আটক
Next articleজগন্নাথপুরে ৪ চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও সভা