Home আঞ্চলিক নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

514
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইউনিয়ন নির্বাচন নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, সহ- প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। বক্তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Previous articleমোসাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
Next articleজগন্নাথপুরে পরিবহন ঘর্মঘট প্রত্যাহার