ঢাকা: ২০১৪-১৫ সালের সেরা ‘অ্যাডভেঞ্চারার’ হিসেবে ন্যাশনাল জিওগ্রাফিকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশী এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরিন। ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সেরা ‘অ্যাডভেঞ্চারার’ নির্বাচন করেছে ন্যাশনালম জিওগ্রাফিক (ন্যাট জিও)। এর মধ্যে ‘অ্যাকটিভিস্ট’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ওয়াসফিয়া। ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিনটি গতকাল তাদের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে। এতে বাংলাদেশের নারী ও মেয়েদের ক্ষমতায়নে ওয়াসফিয়ার দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করা হয়। তিনি একাধারে একজন সমাজকর্মী এবং লেখিকা। ন্যাট জিও’র এ সম্মানের মধ্য দিয়ে সফল বাংলাদেশি সমাজকর্মী হিসেবে অনন্য এক স্বীকৃতি পেলেন তিনি।
২০১২ সালের ২৬শে মে বাংলাদেশের ২য় নারী হিসেবে এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন ওয়াসফিয়া। এর আগে ২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে তিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহনের চ্যালেঞ্জ গ্রহণ করেন। এর মধ্যে ৬ টি মহাদেশে তিনি সফলভাবে এ কৃতিত্ব অর্জন করেছেন। এখন তার লক্ষ্য ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কার্সটেনজ পিরামিড। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালি, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস এবং অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিফে আরোহনকারী প্রথম বাংলাদেশি ওয়াসফিয়া। সম্প্রতি তিনি সুবিধাবঞ্চিত বাংলাদেশি নারীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘ওসেল ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন