ঢাকা: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর বলেছেন, তার পিতা কোন অপরাধের সাথে জড়িত ছিলেন না। তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। আজ আপিল বেঞ্চে মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আলী আহম্মদ মাবরুর বলেন, তার বাবা কোন অপরাধে জড়িত ছিলেন না। বিষয়টি আইনজীবীরা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করলেও আদালত সেটি বিবেচনায় নেননি।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম, রিভিউ আবেদনটি গ্রহণ করা হবে। কিন্তু তা খারিজ হওয়ায় আমরা হতাশ হয়েছি। ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি। মাবরুর বলেন, “আমরা কারা কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করে আমার বাবার সাথে সাক্ষাতের চেষ্টা করবো। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় এবং তিনি নিজেই তা সিদ্ধান্ত নিবেন বলেও জানান মাবরুর।