Home বাংলাদেশের সংবাদ পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই : ধর্ম প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই : ধর্ম প্রতিমন্ত্রী

389
0

ঢাকা : দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। দেশে করোনাভাইরাসের প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় এবার বিধিনিষেধের মধ্যে এ উৎসব উদযাপন করতে হতে পারে।

Previous articleসিরাজগঞ্জের তাড়াশের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা
Next articleডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের