ঢাকা: নদী দূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকরায় গাজীপুর ও নারায়ণগঞ্জের তিনটি ডাইং ও একটি ওয়াশিং কারখানাকে ৮৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার দিনভর অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। জরিমানা দানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন পুর্বচন্দ্রা এলাকার আরএল ইয়ার্ন ডাইং লিমিটেড, রহমত নিট ডাইং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর এলাকার ফাইভ এস নিট কম্পোজিট মিলস লিমিটেড ও মজুমদার ওয়াশিং প্লান্ট।
পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশ জলজ জীববৈচিত্র্যের ক্ষতির অপরাধে আরএল ইয়ার্ন ডাইং লিমিটেডকে ৪৫ লাখ টাকা, রহমত নিট ডাইং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেডকে ৩০ লাখ টাকা ও ফাইভ এস নিট কম্পোজিট মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা ও মজুমদার ওয়াশিং প্লান্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও এসব কারখানাগুলোকে একই অপরাধে জরিমানা করা হয়েছিল।