Home রাজনীতি পরিস্থিতি দেখে নির্বাক হওয়ার মত অবস্থা হয়েছে: মান্না

পরিস্থিতি দেখে নির্বাক হওয়ার মত অবস্থা হয়েছে: মান্না

653
0

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বাধীনতার পরে আমরা অনেক শাসক দেখেছি। তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি দেখে নির্বাক হয়ে যাওয়ার মত অবস্থা হয়েছে। শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী নবম কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে মাহমুদুর রহমান মান্না একথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দু’দিন ধরে ফেস বুকে লেখালিখি দেখছি আগুন কি করে বাংলাদেশ ব্যাংকের ওই তলাকে চিনল? যেখানে ফরেন রির্জাভের জিনিস আছে। এর আগে কত বড় কেলেংকারী হয়েছিল। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল। কয়েকদিন আগে রাজউকে চুরি হয়েছিল। এত বড় শিক্ষিত চোর এর আগে কেউ দেখেনি। এই চোরেরা ওইখান থেকে নির্দিষ্ট একটা প্রকল্পের দরকারি কাগজপত্র চুরি করে নেয় বলে পত্রপত্রিকায় এসেছে। দেশে এখন এদেরই শাসন। তিনি সব বাম রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেয়ার আহবান জানান।

Previous articleজগন্নাথপুর উপজেলার প্রায় সবকয়টি রাস্তাঘাটের নাজেহাল অবস্থা
Next articleআ’লীগের সম্মেলনে ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি: সিলেট জেলা বিএনপির নিন্দা