ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বুঝে আইনশৃঙ্খলা বহিনীর সঙ্গে বৈঠক করে সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন। তারা সিটি নির্বাচনের ১৫ দিন আগে ঢাকা ও চট্টগ্রামে সেনা মোতায়েনের জন্য সিইসির কাছে দাবি জানান। এ প্রসঙ্গে সিইসি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় কমিশনের পক্ষ থেকে তাই করা হবে।
বিএনপির দাবি বিষয়ে সিইসি আরো বলেন, বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আবেদন নিয়ে কমিশনের এসেছিলেন। আমরা তাদের বলেছি- সবকিছুই হবে আইন অনুসারে। যেসব বিএনপি নেতাকর্মী পলাতক বা আত্মগোপনে রয়েছেন তারা আদালতের মাধ্যমে প্রয়োজনীয় কাজ সমাধা করে নির্বাচন অংশ নিতে পারবেন। ১৯ এপ্রিল সিটি নির্বাচনরে আইন-শৃঙ্খলা বিষয়ে একটি বৈঠক হবে। নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন বিষয়ে ওইদিন সিদ্ধান্ত হবে।