Home জাতীয় পরীক্ষাকেন্দ্রিক নয়, মানসম্মত শিক্ষা চাই: ওবায়দুল কাদের

পরীক্ষাকেন্দ্রিক নয়, মানসম্মত শিক্ষা চাই: ওবায়দুল কাদের

499
0

wbaydul kader 01
ঢাবি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা নয়, আমরা মানসম্মত শিক্ষা চাই। যে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা চান্স পায় না, সেই পরীক্ষা আমরা চাই না।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ‘কিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ আমাদের প্রাণের সংগঠন। গুটিকয়েক কর্মীর কারণে গোটা পার্টির দুর্নাম হবে এটা আমরা চাই না। গোটা শিক্ষাঙ্গনকে আবর্জনামুক্ত করতে হবে। পাশাপাশি ছাত্র রাজনীতিকেও আবর্জনা ও দূষণমুক্ত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় কর্মসূচির উদ্বোধনকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleযুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি নিন: সুরঞ্জিত
Next articleভারতে নকশাল হামলায় ১৩ সেনা নিহত