Home বিনোদন পরীমণিকে নিয়ে ফের আলোচনার ঝড়

পরীমণিকে নিয়ে ফের আলোচনার ঝড়

397
0

ppp
বিনোদন ডেস্ক: তিনি এখন বেশ পরিচিত। তবে আর একবার আলোচনায় চলে এলেন এই অভিনেত্রী। তাও আবার কোন সিনেমা দিয়ে নয় একটি গাড়ির কারণে। কি ঠিক বুঝে উঠতে পারছেন না তো। তবে শুনুন, সিনেমা মুক্তির আগেই নায়িকা বনে যাওয়া পরীমণি এবার নতুন একটি গাড়ি কিনেছেন। টয়োটা এলিয়ন ২০১৩ মডেলের গাড়িটির বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
সম্প্রতি রাজধানীর একটি গাড়ির শো রুম থেকে পরীমণি পছন্দ করে টয়োটা এলিয়ন ২০১৩ মডেলের গাড়িটি কিনেছেন। মূলত শ্যুটিং এ আসা যাওয়ার সুবিধার জন্যেই গাড়িটি কিনেছেন বলে জানা গিয়েছে। তবে গাড়িটি তিনি সত্যিই নিজের টাকায় কিনেছেন না কেউ উপহার দিয়েছেন বিষয়টি পরিস্কার হওয়া যায় নি।
উল্লেখ্য, পরীমণির হাতে প্রায় ত্রিশটির মতো ছবির কাজ রযেছে। এর মধ্যে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটির শ্যুটিং শেষে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।

Previous articleতাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের দু’বছর
Next articleলতিফ সিদ্দিকীর পেছনে সরকারের সমর্থন রয়েছে: মির্জা ফখরুল