ঢাকা: চোরাগুপ্তা হামলা বন্ধ করতে পাড়ায়-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের পক্ষ থেকে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়া অবরুদ্ধ থাকার নামে নাটক করে সারাদেশব্যাপী হামলা চালাচ্ছে। তাছাড়া বিএনপি এখন রাজনৈতিক দল নয়। এখন তারা ৩য় শ্রেণির মতো রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
নাসিম আরো বলেন, নকশালরা যেভাবে বাসা-বাড়িতে হামলা চালাতো বিএনপির রাজনৈতিক অবস্থা এখন সে পর্যায়ে চলে এসেছে।