Home বিশেষ সংবাদ পুলিশ-র‌্যাবের সম্পর্ক নষ্ট হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ-র‌্যাবের সম্পর্ক নষ্ট হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

913
0

ঢাকা: পুলিশ ও র‌্যাবের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, এই দুই বাহিনীর মধ্যে যদি কিছু হয়ে থাকে তবে তা নিজেরাই মিটিয়ে ফেলবে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পুলিশের সঙ্গে কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব মহাপরিচালকের চিঠি পাঠানোর পর এমন মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বড় কোনো সমস্যা নয়। এক সঙ্গে কাজের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা হতেই পারে, সে ক্ষেত্রে নিজেদের মধ্যেই এর সমাধান সম্ভব।

Previous articleমাথাব্যথা ও সাইনোসাইটিস
Next articleশি জিনপিং-খালেদা জিয়া বৈঠক: ভূ-রাজনীতিতে বাংলাদেশের পাশে থাকবে চীন